গত তিনদিন ধরে কক্সবাজার শহর ও আশপাশের হোটেল, মোটেল ও গেস্ট হাউজে ভাড়া দেয়ার মতো কোন কক্ষ খালি নেই। অনেক পর্যটক খোলা আকাশের নিচে, সমুদ্রের বালুকাবেলায় রাত কাটাচ্ছেন। পর্যটকদের এই ভিড়ে ৫ শতাধিক হোটেল-মোটেলের অধিকাংশই ‘গলাকাটা’ ভাড়া আদায় করছেন। এসব হোটেলে অন্য সময়ের চেয়ে কয়েক গুণ দাম বাড়িয়ে দেয়া হয়েছে।
কক্সবাজারে আসলেই আমি চলে যাই উখিয়ার ইনানী ও পাটুয়ারটেক সমুদ্র সৈকতে। এখানকার প্রাকৃতিক পরিবেশ, পাথুরে সী-বীচের সৌন্দর্য আমাকে বেশ টানে। তাছাড়াও মেরিন ড্রাইভের একপাশে সমুদ্র আর অন্যপাশে বিশাল আকৃতির পাহাড় আমাকে দারুণ মুগ্ধ করে।